Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ঘরোয়া ভাবে মেহেদি টিউব তৈরির উপায়

কেমিক্যালের ঝামেলা থেকে মুক্ত থাকতে সহজ উপায়ে ঘরেই তৈরি করে নেওয়া যায় মেহেদি টিউব। ঘরোয়া ভাবে মেহেদি টিউব তৈরি করতে যা যা প্রয়োজন ঃ  চারকোনা করে কেটে নেওয়া যে কোনো আকারের কাগজ টিউব বড় বা ছোট যেমন প্রয়োজন সেই হিসেবে কাগজ নিতে হবে – পানিরোধক কাগজ হলে খুব ভাল হয়, কাঁচি এবং কষটেপ।
বাজার ছেয়ে গেছে ক্ষতিকারক কেমিক্যালের মেহেদিতে। ওই মেহেদিগুলো রং গাঢ় করলেও ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। এক্ষেত্রে ঘরে তাজা গাছের মেহেদি পাতার সঙ্গে লেবুপাতা বা চা পাতা মিশিয়ে বেটে বা বাজারের মানসম্মত গুঁড়া-মেহেদি গুলিয়ে ঘরেই মেহেদি টিউব তৈরি করে নিতে পারেন মেহেদির টিউব। সহজেই কীভাবে ঘরেই তৈরি করা যায় তা অনেকেই জানে আবার অনেকের কাছে অজানা। তাই এখানে কি ভাবে ঘরে সহজেই টিউব তৈরি করা যায় তার ধাপগুলো ছবিসহ বর্ণনা  করা হল।
১/ কাগজের যে কোনও এক প্রান্তের কোনা থেকে প্যাঁচানো শুরু করতে হবে। কোনের প্রান্ত যেন সূক্ষ্ম হয় সেজন্য আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে
২/পুরো কাগজই এক প্রাপ্ত ধরে রেখে পেঁচিয়ে নিতে হবে। পুরো কাগজ পেঁচানো হলে টিউবের আকার নেবে।      
৩ / টিউবের আকার নিলে প্রথমেই সামনের সরু অংশ স্কচটেপ দিয়ে ভালোভাবে আটকে নিতে হবে, নয়তো আকার নষ্ট হয়ে যেতে পারে।
৪/পুরো টিউবের কাগজের প্রান্তগুলো ভালোভাবে শক্ত করে কষটেপ দিয়ে আটকে নিন যেন খুলে না যায়।
৫/  টিউবের খোলা অংশ দিয়ে আগে তৈরি করে রাখা মেহেদি পেস্ট ভরে খোলা অংশ ভাঁজ করে ভালোভাবে কষটেপ দিয়ে আটকে দিতে হবে।                                                       
এইভাবে খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারেন কেমিক্যাল মুক্ত মেহেদীর কোন।